সম্প্রতি কবি অরিজিৎ চক্রবর্তীর কথায় এবং রুদ্র সরকারের সুরে প্রকাশিত হয়েছে নতুন বাংলা গান “তোমার ঠিকানা”। ব্ল্যাক স্ক্রিন এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই গানটি মুক্তি পেয়েছে ২৬শে জুলাই, কবির জন্মদিনে ফোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেল থেকে। গানটি গেয়েছেন রুদ্র সরকার এবং চিত্রগ্রহণে ছিলেন টনি। ইতিমধ্যেই শ্রোতাদের মধ্যে তুমুল আলোড়ন তৈরি করেছে গানটি। পুরো প্রজেক্টটির ক্রিয়েটিভ অ্যাডভাইসর সৈকত ঘোষের কথায় এটি একটি নিখাদ প্রেমের গান, যা অবশ্যই এই কঠিন সময়ে মানুষকে পজিটিভ ভাইবস দেবে। আর আমরা সকলেই জানি একটা ভালো গান হয়তো মনখারাপে অক্সিজেন হয়ে উঠতে পারে, নিরাময় হয়ে উঠতে পারে।
https://www.youtube.com/watch?v=g2InPURH7Ug