সম্পাদকীয়
ভিউ ফাইন্ডার
সৈকত ঘোষ

তাত্ত্বিক কবি শ্রী সমীর রায়চৌধুরী বলতেন আলোর বিপরীত অন্ধকার নয়, আলোর পরিপূরক অন্ধকার। সত্যিই হয়তো অন্ধকারের মধ্যেই আমরা সবচেয়ে বেশি নিজেদের চিনতে পারি। নিকষ অন্ধকার থেকেই জন্ম নেয় আলোর সংকল্প। জীবনের সাইকেলে ছায়ারা আবিষ্কার করে ছায়াপথ। ইতিহাস সাক্ষী, যতবার সভ্যতার পিঠ দেয়ালে ঠেকে গেছে ততোবার প্রচন্ড ভাবে ঘুরে দাঁড়িয়েছে মানুষ। ব্যথার পাহাড় থেকে জন্ম নিয়েছে আশ্চর্য জোৎস্না। আমরা নিরাময় খুঁজেছি, নিঃশব্দ আগুন হয়ে উঠেছে প্রাণ-সুধা
প্রকৃতি কি তার সাধের রিমোট ফিরিয়ে নিলো মানুষের হাত থেকে? নাকি সভ্যতার সময় এসেছে নিজেকে রিবুট করবার! আমরা মেগাসিটি ওয়াইফাই এর পৃথিবীতে হঠাৎ থমকে দাঁড়াই। জোনাকি জ্বলা রাতে বিলুপ্ত আলপথ ধরে হেঁটে আসেন মেফিস্টোফেলিস। এ যেন বিজ্ঞাপন বিরতির মাঝে জামা বদলে নেওয়ার খেলা। আমরা অপশন খুঁজি, পরিপূরক হয়ে উঠতে যে যার পছন্দের চরিত্র বেছে নিই। তারপর খেলা ভাঙার খেলা…
শেষ লোকালে বাড়ি ফেরা দিন আনা দিন খাওয়া ঈশ্বর হেসে ওঠেন! কোনও ক্ষোভ নেই, ক্রমশ ফুরিয়ে আসে আলো। আর আমরা বসে থাকি চুপচাপ, কয়েক যুগ
বাবুমশাই, জীবন শতরঞ্জ কা খেল
মৃত্যুকে বলো আরও এক দান অপেক্ষা করতে
……………………………..
গদ্য
ধারাবাহিক উপন্যাস
কবিতা
গল্প
সম্পাদকীয় টি একটি উৎকৃষ্ট কবিতা।
খুব সুন্দর পরিবেশন। আঙ্গিক পরিকল্পনার মুন্সিয়ানা চমকিত করে। এই ধরণের উদ্যোগগুলি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবে আমার দৃঢ় বিশ্বাস।
সৈকত কে এমত এক উজ্জ্বল পরিকল্পনার জন্য ধন্যবাদ জানাই।