“স্বপ্নেরা আজ যদি উড়ে যায় যাক
নতুন পৃথিবী ঠিক আবার আলো খুঁজে পাক
এভাবেই তারা ভরা আকাশের নীচে
মানুষ জন্ম নেবে ঈশ্বর নিজে”
পৃথিবীর এই গভীর অসুখে নিরাময় খুঁজে পাওয়ার গান “নতুন পৃথিবী”। কবি ও গীতিকার সৈকত ঘোষের কথায় এবং রুদ্র সরকারের সুরে ‘রুদ্র অ্যান্ড ফ্রেন্ডস’ ব্যান্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে সম্প্রতি মুক্তি পেয়েছে গানটি। গানটি গেয়েছেন রুদ্র সরকার এবং অ্যানি আহমেদ। ভিডিও এডিট করেছেন টনি। পুরো প্রজেক্টটাই লকডাউনে শিল্পীরা তাদের ঘরে বসে করেছেন। গানটি মূলত এই কঠিন সময়ে আশার কথা বলে নতুন দিনের স্বপ্ন দেখার কথা বলে দেয়ালে পিঠ ঠেকে গেলে ঘুরে দাঁড়ানোর কথা বলে। যা অবশ্যই মানুষকে পজিটিভ ভাইবস দেবে বলেই আমাদের বিশ্বাস।