অনুসূয়া ওঝা কিছুদিন আগেরই ঘটনা। আগের বছর শীতের সময়। দিনটা সম্ভবত শনিবার ছিল। রাতে দিদির কাছ থেকে পড়ে বাড়ি ফিরবো বলে দাঁড়িয়েছিলাম শ্যামনগর স্টেশনে। রাত ৮:৫০ এর কল্যাণী সীমান্ত। তখনও ঘোষণা হয়নি ট্রেনের। স্বভাবতই একটা চায়ের দোকান থেকে চা কিনলাম।…
