সুস্মিতা অধিকারী
জন্মান্তরের কথা বললে
কেঁপে ওঠে ও চাঁদ! ও মাটি
হয়তো পাশে এসে বসবে
অজুহাতের ভিড়ে মিশে যাওয়া
একাকিত্বের অশ্রুলিপি
মুখোমুখি।
কতদূর সে অতীত
পৃথিবীর সব রঙ মেখে নিয়ে
নতুন জন্মের কথা বলি
বেঁচে ওঠো তুমি।
সমুদ্রকে দাঁড় করিয়ে এইমাত্র একটা
চলে গেল হলুদ ট্যাক্সি
বাহ্