
সম্পাদকীয়
চিয়ার্স স্বাধীনতা!
সৈকত ঘোষ

স্বাধীনতা এক রঙিন বেলুন। তাকিয়ে থাকলে মায়া বাড়ে কিংবা অভিমান। দেখতে দেখতে তারা জ্বলে ওঠে। কেউ কেউ আলো চুরি করে লিখে রাখে নাম। এভাবেই এতগুলো বছর, স্বপ্ন বদলে বদলে। এভাবেই গেরুয়া সাদা সবুজ। স্বাধীনতা হেঁটে যায় ছোটো ছোটো পায়ে। স্বাধীনতা উড়তে থাকে যেন ফিনিক্স। চোখের কোণে চিকচিক করে জল। ঘুম থেকে উঠে ঘুমিয়ে পড়ার মাঝে প্রতিদিন আমরা একটু একটু করে এগিয়ে যাই। বেলুন আর সেফটিপিনের গল্পে মোড়ক খোলে নিঃস্বঙ্গতা। স্বাধীনতা কি তাহলে ডেইলিসোপ! রাজকুমারীর সঙ্গে পাতা কুড়ানির আনোখা লাভ স্টোরি? আসলে আমরা ফ্যান্টাসি নিয়ে বাঁচি, অজান্তেই এক একটা চরিত্র হয়ে উঠি। তাহলে স্বাধীনতা কি! ক্যালেন্ডারে একটা লাল কালি, সকাল থেকে রবিবার রবিবার ফিলিংস, দুপুরে কব্জি ডুবিয়ে মাংস-ভাত আর সারাদিন পাড়ায় পাড়ায় ঘুড়ি পতাকার মিছিল, লতায় পাতায় গান ভালোবেসে গান…
আসলে স্বাধীনতা সেই সফটড্রিংকস যাকে ছাড়া আমাদের সকল মিথ্যে- সিংহল সমুদ্র থেকে মালয় সাগর: ভালোবাসা মিথ্যে, চুমু মিথ্যে, যৌনতা মিথ্যে, প্রতিবাদ মিথ্যে এমনকী ফেসবুকও মিথ্যে। আর এই সবকিছুর মাঝে ভিড়ে মুখ লুকিয়ে লাজুক স্বাধীনতা গেয়ে ওঠে মিথ্যে প্রেমের গান!
***
স্বাধীনতা স্পেশাল। শনিবার। ১৫ই আগস্ট ২০২০
কভার স্টোরি
একটা শিকল চাই ● তারাশংকর বন্দ্যোপাধ্যায়
সাবজেক্ট টু মার্কেট রিস্ক ● রাজ অধিকারী
ধারাবাহিক উপন্যাস
পাতাবাহার ● প্রত্যূষা সরকার
কবিতা
প্রভাত চৌধুরী ● সমরেশ মণ্ডল ● শান্তিময় মুখোপাধ্যায় ● হিন্দোল ভট্টাচার্য ● সৌভিক বন্দ্যোপাধ্যায় ● অরিজিৎ চক্রবর্তী ● অভিজিৎ পালচৌধুরী ● অনুক্তা ঘোষাল ● অরুণাভ রাহারায়● অনুব্রতা গুপ্ত