গৌতম মণ্ডল
এসেছে যে তাকে প্রশ্ন কোরো না
সূর্যাাস্তের ছায়ায় তাকে বসতে দাও
একবার সে বসুক
নিজেকে নিঃস্ব করে
পোড়া আকাশের নীচে দাঁড়াক
তারপর কথা হবে
সংগম
গৌতম মণ্ডল
এসেছে যে তাকে প্রশ্ন কোরো না
সূর্যাাস্তের ছায়ায় তাকে বসতে দাও
একবার সে বসুক
নিজেকে নিঃস্ব করে
পোড়া আকাশের নীচে দাঁড়াক
তারপর কথা হবে
সংগম