অয়ন বন্দ্যোপাধ্যায়
তঞ্চক শ্রাবণ মাস পিঠে গিঁথে দিয়েছিল নখ
তুকতাক মন্তর-প’ড়ে যৌবন মুঠোমধ্যে নিয়ে-
হঠাৎ পালিয়ে গেছে কালো পোশাকের প্রতারক
টুপটাপ নুন ঝ’রে ক্ষতস্থান গিয়েছে বিষিয়ে…
অথচ শ্রাবন তোকে ভীষণ বন্ধু মনে হত
শৈশব-ভোর থেকে বাড়িয়ে দিয়েছিলাম হাত
অক্ষরে অক্ষর জুড়ে পেয়েছি নিবিড়ভাবে কত
সেই তুইও শেষমেশ দেখালি নিজের ঠিক জাত
শাওন আসিল ফিরে… ঝাপসা বিগত কিছু ভুল
কে’ ফিরে এল না—শুধু জানতেন তিনি, নজরুল!
অয়ন, তোমার কবিতা ভালোলাগল…
খুব ভালো লাগলো।