গৌতম ভরদ্বাজ
মৃত্যু পার্থিব।
মরণের পথে মৃত্যু যখন যায়
ডানা দিয়ে ঢেকে রাখে
কর্কশ অনিচ্ছার নিশ্বাস।
মৃত্যুপথ ধূমল হেমন্ত
ছায়া বিষাদ হলে
লোকাতীত নিস্তব্ধতায়
বীতশোক মরন শুইয়ে দেয়
বিদেহী মৃত্যু-আত্মার শরীর।
ফর্সা আকাশে নির্বিকার
চাঁদের মতো
হাহাকার শোকের গোলমাল
নিরপেক্ষ মৃত্যু
জনপদে নিত্য সত্য মরণশীল চরে।