সতীন্দ্র অধিকারী
অনেক মানুষ হেঁটে যায় তারপর
কারো কারো পায়ে লেগে থাকে সবুজ তারার
মতো উজ্জ্বল আলো! নয়তো নিঃসীম অ্যাক
ধূসর শূন্যতা…
হয়তো এই সব দেখা না দেখায় আমারই অর্ধেক
হাহাকার কিম্বা
হাহাকারের ভিতর হেঁটে যাওয়া অসম্পূর্ণ মানুষ
তুমি জানো—
রাত্তিরের অন্ধকারের মতো এখনও বর্ষা এলে
কারো কারো ঘরে পাতা হয় অস্থায়ী উনুন
আর দক্ষিনায়নের রোদে
আমরা মানুষের গল্প করি হাত রাখি সন্তানের উদম পিঠে!
দারুন কবিতা।