আনন্দ সেন
তোমার শরীর ভাল আছে তো মন?
তবে কেন কালকে বিকেলবেলা
যখন তুলসীতলায় করছিল রোদ খেলা
খুঁজে তোমায় পাইনি অনেকক্ষণ?
মন তুমি একলা হাঁটো আজো?
যখন রাতে শরীরে ছোঁয় শরীর
তখন তুমি অনেক দূরে, স্থবির
অতীত খুঁড়ে অন্য কিছু খোঁজো?
মন তোমার জ্বর এসেছে আর?
ধর্মহীনা নারীর বুকে পড়েছে আজ হাত
ধমনীতে বিষের নেশা মিশছে সারারাত
মেনেছ কি সেই আঁধারে হার?
মন তুমি কি সবুজ ভুলে গেছ?
ইজেলে আজ শুকিয়ে আছে পরশু দিনের রঙ
মরচে পড়া ভাবনাগুলোয় অনভ্যাসের জং
মন, তুমি কি আর আমার কাছে আছ?
মন তুমি এখন কোন আপোষে বাঁচো?
যখন গাছের ডালে রক্ত লেগে আছে
বারুদ গন্ধে বাতাস ডুবে গ্যাছে
নদীর জলে খুন হয়েছে মাছও।
তোমায় আমি খুঁজছি আজও মন
আসো যদি রনাঙ্গনে
পুড়ব দুজন নীল আগুনে
সকল আলো নিভলে একা তুমিই আপনজন।
আমার মন।
আমার আরশি চিরন্তন।
ভালো লাগলো আনন্দ দা