নিসর্গ নির্যাস মাহাতো
প্রেম তুমি বিশ্বাস হয়ে ঝরে পড়ো
শরীরে এঁকে দিও স্বরলিপি- সুর
একতারা তুলে নিয়ে সুর বাঁধো তাতে
রাগ ভুলে রাগ ধরো
স্মৃতির আলাপে
নিসর্গ নির্যাস মাহাতো
প্রেম তুমি বিশ্বাস হয়ে ঝরে পড়ো
শরীরে এঁকে দিও স্বরলিপি- সুর
একতারা তুলে নিয়ে সুর বাঁধো তাতে
রাগ ভুলে রাগ ধরো
স্মৃতির আলাপে