শান্তিময় মুখোপাধ্যায়
১.
অদৃশ্যের পরিপূরক কিছু নেই
যেমন অভিদার চলে যাওয়া
জল ছুঁয়ে পরবর্তী ঢেউগুলো
তবু ফিরে যায়
পরবর্তী গঠনশৈলীর জন্যে
২.
স্ট্র্যাপ ছিঁড়ে যেতেই
পেঁয়াজের সুডৌল থেকে
ঝাঁঝ খসে পড়ে
ছলছলে চোখ আর
রুলটানা দুপুর নিয়ে
বাল্যকাল ফিরে এলো
টুবুর কথায়
৩.
পাখিদের ডাক শোনার চেয়ে
একজন হরবোলা বন্ধু থাকা ভালো
উড়ে গেলেও যার ডিও গন্ধ
আমৃত্যু লেগে থাকে
৪.
শূন্য বলতে পিথাগোরাসের রাগী মুখ
মেটাফিজিক্সের এ্যালার্ম বাজাচ্ছে একটানা
ক্ষেত্রফল শেখাতে গিয়ে অঙ্কদিমণি বোঝালেন
মেঘেদের লাপাত্তা হয়ে যাওয়া আকাশ
৫.
শিউলি ঝরার ঋতু ফিরে যাচ্ছে
বুকভাঙা দীর্ঘশ্বাস নিয়ে
রাতের কুলুঙ্গিতে নিথর প্রদীপ তবু
অপেক্ষার হা-পিত্যেশ