জি কে নাথ
তাঁতের ভিতর দুরূহ সান্ধ্য আলোকণা ঝরে পড়া দেখি
অল্প শব্দের ভিতর হাঁটা ধারণাপ্রান্তর ঝোলে সুতোর আগায়
যাত্রার কথা থেকে মোছা দীর্ঘ ছায়ায় পালায় স্বদেশের শিশুবিন্দু
প্রাঞ্জল স্বর সাঁতরে দিনান্তের দূরে নেমে যাই মৃদু
লিঙ্গভঙিমা হেঁসে ওঠে, ঋতুরফেনায় ফুরানো যোগাযোগ চনমন করে চুঁয়ে নামে সংকেতধারা
বাউল অন্ধের গানে স্নায়ুর লোকাল প্যাসেঞ্জার থেকে নেমে ছুটে পালাই সন্দেহভ্রমরের মতো ইতস্তত নিঃশব্দে
নিচুমেঘের ধুলোয় গড়িয়ে যায় ভালোবাসার ছিন্ন দু তিনটে পোশাক ।।
খুব সুন্দর