কল্যাণ চট্টোপাধ্যায়
নিজস্বতা চুরি হতে হতে
বুকের একপাশে খাদ নেমে গেছে
এ শীতেও পাহাড়ে
পর্যটকের ভিড় ছিল চোখে পড়ার মতো
পাহাড়ি ফুলে ঢাকা রইল সব অসুখ
কিছু গান ও কবিতার ভেতর মেঘ এলো
ভরা বর্ষায় জেগে উঠলো অটল খন্দ
মনের গভীর থেকে স্পর্শ পেলাম
যে পাশে খাদ রয়েছে
জলেরাও সুরসুরি দিচ্ছে অবাধ
ভালো লাগল কল্যাণ
কল্যাণ খুব ভালো
বেশ ভালো।