নিলয় নন্দী
রাজশ্রীর নাম রেখেছি জুন।
রাজশ্রী কে, না জানলেও চলবে।
আর জুন, লাভার রাস্তায় হঠাৎ জলতরঙ্গ।
অঞ্জন যেভাবে জুনের সঙ্গে কথা বলছে, হাঁটছে, কুয়াশাধাবায় চা আর ডিভোর্সি সংলাপে মুখ ডুবিয়ে নিচ্ছে, বা অপলক নৈঃশব্দে….
আমি সেভাবে রাজশ্রীর সাথে কখনো হাঁটিনি। একসাথে কফি বা স্যান্ডউইচ ও নয়। রাজশ্রীর কুকুরের গল্প ছাড়া প্রেম বা বিরহবার্তাও শুনিনি কখনো। তবু অপলক…
ল্যান্ডরোভার গড়িয়ে গেল এইমাত্র। উড়ে যাচ্ছে সম্পর্কের ছেঁড়া টুকরো। জুন কুড়োচ্ছে। জোঁক ধরছে পায়ে। ছাড়াচ্ছে। কুড়োচ্ছে। মনাস্ট্রির গান ভেসে আসে। চ্যাপ্টা যুবকের মুদ্রাদোষ। উচ্ছন্নে যেতে হলেও তো পেরোতেই হয় পাকদণ্ডী…
বৃষ্টি ছুঁড়ে দিয়ে ভেসে যায় বিভ্রান্ত সাইকেল…
নস্টালজিয়ায় আমার আপত্তি আছে।
রাজশ্রীতে নেই।
ভীষণ, ভীষণ ম্যাচিওরড রাইটিং স্টাইল। দুরন্ত সব প্রয়োগ। আগের চেয়ে আরো স্পষ্ট তবু সাজেস্টিভ। মুগ্ধ।