সুমন গুণ
চারপাশে সংসারের ভাষা, তাপ উঠছে, জানালায়
হঠাৎ উদ্ভিন্ন মুখ অনন্তের দিকে সরে গেল,
কোথাও দুপুর থেকে কিছুই তো হল না-র সুর,
আসক্ত বাসন কারও হাত থেকে পড়ে গেল, পরিবারময়
মধুর পতনশব্দ ধার্য রইল, কোলাহলসহ।
#
আমি খুব মন দিয়ে, সারাদিন, এইসব ধ্বনির তৈজস
সংরক্ষণ করি, দেখি, টের পেতে চাই
প্রতিটি ভঙ্গির মধ্যে সম্পর্কের শতায়ু বিস্তার,
অবাধ্য শৈশব, ঋজু নারী, স্তব্ধ বার্ধক্য, সবই
এই মহাব্রহ্মাণ্ডের মধ্যে তুচ্ছ মানুষের জীবনযাত্রাকে
প্রতিটি মুহূর্তে, রোজ, অমরত্ব দেয়।