সৌভিক বন্দ্যোপাধ্যায়
আমি কী খাবো কেউ ঠিক করে দেবেনা
কী পরবো কেউ ঠিক করে দেবেনা
কার সঙ্গে কী ভাবে কোথায় থাকবো কেউ ঠিক করে দেবেনা
কার সঙ্গে শোব আর কার সঙ্গে রবি ঠাকুর শুনবো
কাকে প্রণাম জানাবো আর কাকে ভোট দেব
কেউ ঠিক করে দেবেনা
আমি উপন্যাস পড়বো না কোলাঘাটে মাছ ধরতে যাবো
স্বপ্নে প্রিয়াঙ্কা চোপড়া না গান্ধী – কাকে চুমু খাবো
নীল শাড়ি না লাল সালোয়ার – কাকে দেখে কেঁদে ফেলবো
কেউ ঠিক করে দেবেনা , কেউ ঠিক করে দেবেনা
আমি কোন উপাসনাগৃহে গিয়ে সারাদিন চুপচাপ বসে থাকবো
পুতিন না ট্রাম্প আমি কাকে বেশি অপছন্দ করবো
পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে আমি কী ভাববো
কেউ ঠিক করে দেবেনা , সিগারেট ইত্যাদি আমি একদিন
এমনিই ছেড়ে দেব, কেউ বলবে বলে নয়
কেউ ঠিক করে দেবেনা আমি আইসক্রিমের বদলে
হাতে কাফকা তুলে নেবো কিনা , অথবা আর্ট গ্যালারি যাবার নাম করে
ন্যুড-কলোনিতে হেঁটে যাবো কিনা
আমাকে বেশি ঘাঁটাবেননা , আমার মন-মেজাজ খারাপ
এবং আমার মত আরও অনেকেই আছে
যারা কেউ কিছু ঠিক করে দিলে মানেনা
আমি শুধু বলতে চাই মানুষের কপালে বন্দুক ঠেকিয়ে
তাকে কোনদিকে যেতে হবে ঠিক করে দেবেননা
ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়েও
আপনি যদি ভালোবাসার কথা বলেন , সত্যি ভালোবাসার কথা বলেন –
হাসিমুখে মেনে নেবো , আর কিছু মেনে নেবার জন্যে
আমি এখানে আসিনি।