শিবাশিস মুখোপাধ্যায়
তোমার ঠোঁটের মধ্যে যখন ডোবাই আমার ঠোঁট
জড়িয়ে ধরি তোমায় আমার বুকে,
তখন আমি তোমার ঢেউয়ে সিন্দবাদের নাবিক
রত্ন খুঁজি অতল সিন্দুকে।
তুমিও তখন দু’হাত মেলে আদরে দাও সাড়া
আলাদিনের প্রদীপটা দাও হাতে,
দৈত্য আমার, লাফিয়ে উঠে সেলাম ঠোকে তোমায়,
প্রদীপ ভাসে গভীর মৌতাতে।
আমার সামনে তখন কেবল আলিবাবার গুহা
চিচিং ফাঁক বলার অপেক্ষায়;
তবুও যখন ভয় পেয়ে যাও, নিভিয়ে ফেলি শরীর
রেস্তরাঁতেই সন্ধে কেটে যায়।
মেসেজ করে সান্ত্বনা দাও, ছবি পাঠাও স্ক্রীনে
উবের ডাকো আঙুলে দাগ কেটে,
নতুন প্রেমের এমন নেশা, দু’জন মিলে শুধুই
উড়ে বেড়াই ম্যাজিক কার্পেটে!
আকাশ থেকে দেখি সবাই বিন্দু বিন্দু পুতুল
হাঁটা চলার রুটিন জীবন নিয়ে,
এদের মধ্যে হঠাৎ দু’জন উড়বে আবার কখন
এ কলকাতার মাথার ওপর দিয়ে?