শুঁয়োপোকা
হিন্দোল ভট্টাচার্য

আমার কখনও কোনও দশক ছিল না ধৃতিরূপা
বুলেট ছিল না, শুধু মুখ দেখে নিজের আয়নায়
মুখ ফিরিয়ে নেওয়া ছিল, কার দিকে তাকাবো ভাবিনি…
উত্তর কলকাতা জুড়ে কার্ফু লেগে গেছে গতকাল
আমাদের কোনও দিকে সদরের দরজা খোলা নেই..
বুকের ভিতরে যেন ছ্যাঁত করে দুঃখ ডেকে ওঠে
আমার নিজের কোনও দৃশ্য নেই কলার মান্দাসে
পুরনো প্রতীকগুলো ফিরে আসে যমের মতন
আমার সমাধি হলে তাকে তুমি খোলা মাঠ দিও
যে কোনও শিশুর মুখ দেখলেই বড় কান্না পায়
যে কোনও শরীর দেখলে শুধু তাই মৃত্যুভয় জাগে
আমার কখনও কোনও দশক ছিল না ধৃতিরূপা
যত মাটি খুঁড়ি, তত খুঁড়ে যেতে হয়, বুঝি আমি
অনন্তসুড়ঙ্গ খুঁড়ি, যেন খুঁড়তে খুঁড়তে এইভাবে
একটিই কবিতা লিখব, জন্ম নেব মাতৃঋণ নিয়ে…
সুন্দর লেখনী