প্র চৌ লিখিত সুসমাচার
প্রভাত চৌধুরী

লেটারহেডে ব্যবহৃত রং দেখে কোনো মানুষের গায়ের কিংবা
জামার রং বিচার করতে যাবেন না, এই মর্মবাণীর মাধ্যমে
বর্ণবিদ্বেষ প্রচার করছি এমনটা ভাবলে আমি মরমে মরিয়া যাবো,
আমি কোনোদিন ইনস্টলমেন্টে বিশ্বাসী ছিলাম না, কাজেই
কাঙ্খিত বস্তুটির ই.এম.আই. আমি জানি না, জানি না বলেই
কাঁধে এখনো পাখি এসে বসে, আই-লাইনে মাছেরা ঘাই মারে—
আমার ট্র্যাক-রেকর্ড খুঁজে দেখুন আমি কোনো পারফিউম ব্যবহার
করি কিনা, করলে ইন দ্য মিনটাইম আমি ফিফটি থার্ড ফ্লোর থেকে
জীবনকে এনজয় করতাম, মোলায়েম এবং কোমল একটি সন্ধ্যা
থাকতো আমার, রাত্রে চিকেন তন্দুরি পেলেই আমি খুশি