অনিবার্য
অরুণাভ রাহারায়

আমার দুয়ারে ঠিক এলে!
তোমার সমস্ত খেলা এখানেই শেষ?
তা ঠিক হবার নয় জানি।
এও জানি পাহাড়ের থেকে
তোমার পতন ছিল অনিবার্য জল…
যেখানে থেমেছি আজ, সেইখানে সরোবর শুরু…
ধীর জলে ভেসে ভেসে কতদূর যাব?
তোমার ভূমিকা দেখে আজব-বিষণ্ণ কেন হব?
দুয়ারে এসো না তাই, এই অসময়ে