ডামরতন্ত্র
অরিজিৎ চক্রবর্তী

শিবাম্বু পানের বিরক্তি অভ্যাসে পরিণত
করবার মতো
আমার এই মন ও কলম
ধর্মতলার কণ্ডোম বিপণিতে শুধু
লিঙ্গবর্ধক যন্ত্রের
খোঁজ করছিল
আমি অখণ্ডের
ভিতর কালখণ্ডকে ফুর্তিবশতই
অনুকম্পা দূরে
আড়াল করেছি…
তারপর বাবুঘাটে রুগ্ন এ গাঙ্গেয় প্রচেতায়
একটা সত্যি কবিতা লিখবো ভেবেও
একটা মিথ্যা কবিতা লিখে ফেলি আর
ডিবরির কাঁপা কাঁপা আলো, দুলে ওঠে
তরসান….
আলিঙ্গ সমোষ্ণ
হ্রেষায় বাঘিনী এসে হাত ধরে অপণে রচিত
দাইমার মতো
বলুন শাকল্য যজ্ঞ কীসে প্রতিষ্ঠিত?
চরু দিয়ে অন্ন অধিকার
করল যখন
চেতনা অতিমানব অভ্যন্তরে, সেই দিন
ঠিক সেই দিন
শোকে পাওয়া নিরুদ্ধের
অল্প হোক বেশি হোক
হারিয়ে ফেলেছি…
আর রক্ত মাখা
পদ্মের সাথে উমার ত্রিনেত্রের সঙ্গোপনে
নিজেকে বলেছি মুগ্ধ, মুগ্ধ