আমার দেশ
অভিজিৎ পালচৌধুরী

ক্ষমতার নিচে
যেটা পড়ে আছে
সেটা আমার দেশ নয়
আমার দেশ
ভোরের আলো মাখা আকাশ
চরাচর জুড়ে রাতের জ্যোৎস্না
সব নদীর গতিপথ
ঝর্ণার কলতান
আমার দেশ
শুখা জমিতে মানুষের মেহনত
মাঠ ভরা ফসলের ঘ্রাণ
পাখির গানে জেগে ওঠা
আসমুদ্র হিমাচল
নিরন্ন মানুষের মুখে
এক মুঠো ভাতের মধ্যে
জেগে থাকা আমার দেশ
গণতন্ত্রের ধাপ্পা নয়
নয় মন্দির মসজিদ গির্জা
মুক্ত মনের আকাশ
আমার দেশ
আমার দেশ
তোমার অভিন্ন হৃদয় ।।