তোমার আমার
অনুক্তা ঘোষাল

তোমার চোখে আদর জরায়, আমার কাঁধে প্রেমআঁচলা
তোমার হাতে মেঘ জমে ভার,বৃষ্টি ওড়াও দুইপশলা।
কোন ফাঁকে নাও রোদচুমুকের মিষ্টি আমেজ ফের একাকী
তবুও তুমি প্রেম বোঝ কই, সত্যি বড় একরোখা কী?
তোমার প্রেমে স্বপ্ন সকাল, ঘর ফেরা পথ যায় হারিয়ে
আমার ঘরে বাতাস ঢোকে মন কেমনের রাত পেরিয়ে ।
আলতো আদর শরীর ভেজায়,আহ্লাদি ক্ষণ আগলে রাখি
তোমার ঠোঁটের আদর মাখা দুএক কলি আজও বাকি।
তোমার হাতে ফাগরঙা লাজ, আমার বুকে সেই শিহরণ
তোমার আঙুল শব্দ ভোলায়, গল্পে আনে উথাল প্লাবন।
আমার সবই খেইখোয়া সুর,তোমায় ভাসায় অঝর ধারা।
একমুঠো প্রেম রোদ ঢেলে যায়,মন ওড়ে আজ ছন্নছাড়া ।
তোমার চোখে সুখ অসুখের রঙিন ছবির স্বপ্ন ফেরি
আমার বুকে ফের হাঁটুজল, বৃষ্টি তবু আসতে দেরি ।
চুপচিঠিতে গল্প ছড়ায়, স্মৃতির খোপে স্বপ্ন ফোটে।
তোমার চোখে বর্ষা যখন, আমার মেঘও গর্জে ওঠে ।