জয়শ্রী ঘোষ
১.
মেঘের শহরে আলো নেই আজ, পুরোনো রেকর্ড
সেই চেনা গান, সেই তুলির টান
মেঘলা দিনে, যে পাখিটিকে বৃষ্টি হতে দেখেছিলাম
আজ কেবল শুনতে পাচ্ছি তার করুণ কণ্ঠ
বটগাছটা জাঁকিয়ে বসে আছে কত শত বসন্ত পার করে,
তুমি নাটকীয় ভঙ্গিতে দেখছ বারবার
আকাশে ফড়িং-এ ছেয়ে গেছে
বৃষ্টি নামবে হয়তো
২.
শুধু পৃথিবীটা সেজেছে অন্যরকম
যেখানে একটা সুন্দর বাড়ি ছিল, গোলাপের গাছ ছিল প্রায় তিনশো
সকাল বেলা,
রেকাবি ভর্তি ফুল
রবীন্দ্রনাথ ঠাকুর, আসবেন বলে তৈরি হয়েছিল একটা ফাউন্টেন,
বাচ্চা গুলো সারাদিন খেলত
কে ঐ রবীন্দ্রনাথ!
হতে পারত একটা হেরিটেজ হোম
হল দুশোটি গোলাপগাছসহ,
‘তারাপ্রসন্ন আবাসন’
কবিতা দুটোই খুব ভাল লাগলো।
আশাকরি আগামী দিনে আরো ভালো কবিতা উপহার দেবেন ।।