সতীন্দ্র অধিকারী
খাতা জমা রেখে যেতে হবে বলে
তাড়াহুড়ো করবো না কখনও!
এই যে ঘর আর ঘরের চার দেয়াল
উঠানে কাঁঠালের গাঁ বেয়ে গৃহ-লতা
আর এই যে ভারতীয় আকাশ
বেকারত্বের শরীরময় তীব্র শ্বাস
অ্যাতো যে লিখে রাখছি আর
ভাবছি আর ছিঁড়ে ফেলছি দিনরাত
অথচ অন্ধকার কাটাতে পারছি কই!