শাশ্বতী ভট্টাচার্য
ক্রমশঃ মলিন হচ্ছে চেতনার সেই গলিপথ
যে পথে হেঁটেছে প্রেম, মানবিক স্বাধীন শপথ
যে পথে পুজোর আগে টুপটাপ শিউলি দিন গোনে,
সেই পথ মিশে যাচ্ছে মানুষের অন্ধকার মনে।
ফিকে হচ্ছে হাসিকান্না, ফিকে হচ্ছে মুহূর্তের দেখা
ভুলে যাচ্ছ নীতিকথা, সময়কে ফাঁকি দিয়ে একা
ছুটে যাচ্ছ আলো পেতে, রাত বুঝি ধরতে পারবে না
অন্ধকার চিনে নিচ্ছে যারা খুব কাছের অচেনা।